ভাবীর নতুন ৯ মি’নি’টের ভি’ডিও ভা’ইরা’ল
এখনি দেখুন : ভাবীর নতুন ৯ মি’নি’টের ভি’ডিও ভা’ইরা’ল
বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বুধবার রাতে প্রথম আলোকে বিধিনিষেধ জারির বিষয়টি নিশ্চিত করেন।
টেলিযোগাযোগ খাতে একটি প্রতিষ্ঠান যদি বাজারের বড় অংশের নিয়ন্ত্রক হয়, তাহলে বিটিআরসি বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে। টেলিযোগাযোগ খাতে এখন চারটি টাওয়ার কোম্পানির মধ্যে ই–ডটকোই বাজারে সবচেয়ে বড় হিস্যাধারী।
বাকিদের ব্যবসা তাদের তুলনায় অনেক ছোট। অপারেটরগুলো ই–ডটকোর সঙ্গেই ব্যবসায় আগ্রহী বলে দেখা গেছে।
দেশে এখন চারটি মোবাইল অপারেটর রয়েছে—গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক। একসময় এই অপারেটরগুলো নিজেরা মোবাইল নেটওয়ার্ক পরিচালনার জন্য টাওয়ার বসাত।
২০১৮ সালের নভেম্বরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চারটি টাওয়ার কোম্পানিকে লাইসেন্স দেয়। ই–ডটকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, সামিট টাওয়ারস লিমিটেড, কীর্তনখোলা টাওয়ার বাংলাদেশ লিমিটেড ও এবি হাইটেক কনসোর্টিয়াম লিমিটেড—এই চার প্রতিষ্ঠান এখন টাওয়ার বসানো ও পরিচালনা করছে। যদিও রাজস্বের দিক দিয়ে ই–ডটকোর বাজারহিস্যা ৯৮ শতাংশের মতো। অন্যদিকে তাদের টাওয়ার সংখ্যা মোট টাওয়ারের ৮৫ শতাংশের বেশি।